বাসস দেশ-৩৩ : ভোলার চরফ্যাসনে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

102

বাসস দেশ-৩৩
ভোলা- বিতরণ
ভোলার চরফ্যাসনে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
ভোলা, ১৯ জুন ২০২১ (বাসস) : জেলার চরফ্যাসন উপজেলায় আজ ঢালচর ও কুকরি-মুকরি ইউনিয়নে সাম্প্রতিক ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এ ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঢালচর ইউনিয়নে ও বিকেলে কুকরি-মুকরি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১১০ জনের মাঝে ১১০ বান্ডিল ঢেউটিন ও ছয়শ’জনের মাঝে নগদ ১২ লাখ টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে ঢালচর ইউনিয়নের চরনিজাম বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারের মাঝে ৭০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণে তিনহাজার টাকার চেক এবং ৩২৫ জনের মাঝে নগদ দুইহাজার টাকা করে মোট সাড়ে ছয়লাখ টাকা বিতরণ করা হয়।
অন্যদিকে, শনিবার বিকালে চর কুকরি-মুকরি ইউনিয়নের রেষ্ট হাউজ চত্বরে ৪০ জনকে ৪০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মানের জন্য তিনহাজার করে টাকার চেক এবং ২৭৫ জনের মাঝে দুইহাজার টাকা করে মোট সাড়ে পাঁচলাখ টাকা বিতরণ করা হয়।
এ সময় চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/এইচএএম/১৯০০/এমকে