বাসস দেশ-২৭ : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

103

বাসস দেশ-২৭
দুর্ঘটনা-পুলিশ-নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
ঢাকা, ১৯ জুন, ২০২১ (বাসস) : রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামের এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন। তিনি পুলিশের মিরপুর বিভাগে কর্মরত ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ধানমন্ডির ৭ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পুলিশ সদস্য বশির উদ্দিন তালুকদার গাবতলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি হাজারীবাগে একটি কাজে এসেছিলেন। কাজ শেষে বাইসাইকেলে মিরপুরে যাওয়ার সময় কোনো একটি যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে আমরা রাস্তায় পড়ে থাকা অবস্থায় পাই। পাশেই বাইসাইকেল ও একটি টেবিল ফ্যান পড়ে ছিল।’
এসআই মামুন জানান, বশিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বশিরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। তিনি দুই কন্যাসন্তানের জনক। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
পুলিশ জানিয়েছে, আজ বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে বশিরের লাশ নিয়ে স্বজনরা পটুয়াখালীর গ্রামের বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।
বাসস/এএসজি/এমএমবি/১৮১০/এএএ