বাসস বিদেশ-৯ : নাইজেরিয়ার স্কুল থেকে অপহৃত কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সৈন্যরা

1742

বাসস বিদেশ-৯
নাইজেরিয়া-অস্থিরতা-অপহরণ
নাইজেরিয়ার স্কুল থেকে অপহৃত কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সৈন্যরা
আবুজা, ১৯ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার সৈন্যরা অপহৃত দুই শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অজ্ঞাত সংখ্যক মানুষকে অপহরণ করা বন্দুকধারীদের সাথে সংঘর্ষের পর তাদেরকে উদ্ধার করা হলো। শুক্রবার সেনাবাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
বন্দুকধারীরা বৃহস্পতিবার কাব্বি রাজ্যে ফেডারেল গভর্নমেন্ট কলেজে হামলা চালালে এক পুলিশ সদস্য নিহত হয় এবং সেখান থেকে তারা শিক্ষার্থী ও শিক্ষকদের অপহরণ করে। নাইজেরিয়ায় তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটি তৃতীয় হামলা ও অপহরণের ঘটনা।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এসব বন্দুকধারীর সাথে শুক্রবার সৈন্যদের সংঘর্ষ হয়।
এতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ পর্যন্ত দুই শিক্ষক এবং পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। অপরাধীদের সাথে ব্যাপক গুলি বিনিময়ের পর তাদেরকে সৈন্যরা উদ্ধার করে।
বিবৃতিতে আরো বলা হয়, গ্লানির হাত থেকে মুক্তি পেতে মৃত্যুর পথ বেছে নেয়া এক নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কত জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে তা এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বাসস/এমএজেড/১৭১৫/-জেহক