ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের চীনের টিকা দেয়া শুরু

1166

ময়মনসিংহ, ১৯ জুন, ২০২১ (বাসস) : ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ গ্যালারীতে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ। এসময় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ মেডিকেলে ১৪০০ এবং সিবিএমসিবির ৮০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রতিদিন ৩০০ শিক্ষার্থী রোষ্টার মোতাবেক এ টিকা পাবে।
সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকা পাওয়া গেছে।এ টিকা ইপিআই হিমাগার সংরক্ষিত করা হয়েছে। তিনি আরও জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চীনা নাগরিক, ডেন্টাল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফ্রন্টলাইনারদের এ টিকা দেয়া হবে।