বাসস দেশ-১৩ : ভোলায় পৃথক দুূর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু

182

বাসস দেশ-১৩
ভোলা-দুর্ঘটনা-মৃত্যু
ভোলায় পৃথক দুূর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু
ভোলা, ১৯ জুন, ২০২১ (বাসস) : জেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় আজ পৃথক দুূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদরের ভোলা-চরফ্যাসন সড়কের উত্তর দীঘলদী ইউনিয়নের কমোরোদ্দি এলাকায় সড়ক দুূর্ঘটনায় নুরে আলম (২৮) ও বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শিশু মোমিনের মৃত্যু হয়। মৃত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে ও মোমিন একই উপজেলার সাচরা ইউনিয়নের মোর্সেদ আলমের পুত্র।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন বাসস’কে জানান, সকালে লক্ষীপুর যাওয়ার উদ্দেশ্যে বোরহানউদ্দিন থেকে মোটর সাইকেলযোগে রওনা দেয় নুরে আলম। বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে পথিমধ্যে কমোরোদ্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে ওসি জানান।
বোরহানউদ্দিন থানার এসআই জাফর ইকবাল বলেন, সাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আজ সকাল ৯ টার দিকে বসত ঘরের পিছনের পুকুরে পড়ে যায় শিশু মমিন। এসময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজার পর পুকুরে তাকে ভাসতে দেখে।
বাসস/এনডি/এইচ এ এম/১৪১৫/নূসী