বাসস বিদেশ-৪ : পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ শ্রমিক নিহত

1646

বাসস বিদেশ-৪
পেরু-দুর্ঘটনা-শ্রমিক
পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ শ্রমিক নিহত
লিমা, ১৯ জুন, ২০২১(বাসস ডেস্ক) : পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার পেরুর দক্ষিণাঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে পার্বত্য সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
‘দ্য আর্স মাইনিং কোম্পানি’ এ খবর জানিয়ে বলেছে, আরিকুইপা নগরীর নাসকা লাইনস এর নিকটবর্তী কূপ থেকে এসব শ্রমিক কাজ শেষে ফেরার পথে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানি আরো জানিয়েছে, এসব খনি শ্রমিক খনিতে এক সপ্তাহের কাজ শেষে বিশ্রামের জন্যে বাড়ি ফিরছিল।
আহত ১৬ শ্রমিককে নাসকা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোম্পানি থেকে নিহত সকলকে শ্রমিক বলা হলেও পুকিউ শহরের কৌঁসুলি জনি রোমিরো বলছেন, এদের মধ্যে গাড়ির চালকও রয়েছে। সে সম্ভবত ঘুমিয়ে পড়েছিল।
তিনি বলেন, এটি খুবই বিপজ্জনক এলাকা। ঘুমিয়ে পড়া মানেই দুর্ঘটনা ঘটা।
গত সপ্তাহে রাজধানী লিমা থেকে ৫শ’ কিলোমিটার উত্তরে একটি বাস খাদে পড়ে গেলে ১৭ জন নিহত হয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পেরুতে তিন হাজার ৫শ’ ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বাসস/জুনা/১২২০/-আসাচৌ