পিরোজপুরে ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য ৬৫০ বান্ডিল ঢেউটিন ও ১৯ লক্ষাধিক টাকা বরাদ্দ

284

পিরোজপুর, ১৯ জুন, ২০২১ (বাসস) : জেলায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ৬৫০ বান্ডিল ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ ১৯ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ নিয়ে এ জেলায় চলতি অর্থ বছরে ১ হাজার ৩৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩১ লক্ষ ৫ হাজার টাকা বরাদ্দ এল।
জেলার পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং ইন্দুরকানী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের বরাবরে এ টিন এবং টাকা ইতোমধ্যেই বিভাজন করে দেয়া হয়েছে। প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩ হাজার টাকা ক্রসড চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া হবে। ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য মঠবাড়িয়া এবং ইন্দুরকানী উপজেলায় ২০০ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ লক্ষ টাকা এবং পিরোজপুর সদর, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ এবং নাজিরপুরে প্রতিটি উপজেলার জন্য ৫০ বান্ডিল করে ঢেউটিন এবং ১ লক্ষ ৫০ হাজার করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোজাহারুল হক জানান অগ্নিকান্ডে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এ টিন ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে।