কালাই পৌর এলাকায় এবার কঠোর বিধি নিষেধ জারি

273

জয়পুরহাট, ১৯ জুন, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি পৌরসভা ছাড়াও এবার কালাই পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
জয়পুরহাটের কালাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ রোধে কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। করোনা পরিস্থিতি নিয়ে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জয়পুরহাট সদর পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় গত ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে। ১৮ জুন থেকে কালাই পৌর সভা এলাকায় বিধিনিষেধ জারি করা হলো।
কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, পৌর এলাকায় বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। শুধু দূরপাল্লার বাস চলাচল করবে। তিনি আরো জানান,
জেলা সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।