‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীতে ২য় পর্যায়ে বসতবাড়ি পাচ্ছে এক হাজার ১০টি পরিবার

264

নীলফামারী, ১৮ জুন ২০২১(বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বসতবাড়ি পাচ্ছে একহাজার ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন।
আজ শুক্রবার বিকাল পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক জানান, জেলার ছয়টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পাওয়া গেছে একহাজার ২৫০টি। আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ইতিমধ্যে একহাজার ১০টি ঘরের নির্মানকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫০টি, ডোমারে দুইশ’টি, ডিমলায় ১৫০টি, জলঢাকায় তিনশ’টি, কিশোরগঞ্জে দেড়শ’টি ও সৈয়দপুর উপজেলায় ৬০টি পরিবারকে বসতঘর প্রদান করা হবে।
তিনি জানান, দুইশতাংশ খাস জমির ওপর নির্মিত এসব ঘরে ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জমির কবুলিয়ত দলিল ও নামজারীসহ আনুষঙ্গিক কার্যক্রম স¤পন্ন হয়েছে। দুইকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ছাড়াও এসব বসতবাড়িতে রয়েছে টয়লেট, রান্নাঘর ও ইউটিলিটি ¯েপস।প্রতিটি বসতবড়ি নির্মানে ব্যয় হয়েছে একলাখ ৯০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।