বাসস ক্রীড়া-১১ : পেলের সর্বকালের সর্বোচ্চ গোল রেকর্ডের আরো কাছে পৌঁছে গেলেন নেইমার

1692

বাসস ক্রীড়া-১১
ফুটবল-নেইমার
পেলের সর্বকালের সর্বোচ্চ গোল রেকর্ডের আরো কাছে পৌঁছে গেলেন নেইমার
সাওপাওলো, ১৮ জুন, ২০২১ (বাসস) : গতকাল কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ব্রাজিলের হয়ে ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। ওই গোলের সুবাদে তিনি পৌঁছে গেছেন কিংবদন্তী ফুটবলার পেলের সর্বকালের সর্বাধিক গোল রেকর্ডের আরো কাছে।
পেলের সঙ্গে ব্যবধান ৯ গোলে কমিয়ে এনেছেন নেইমার। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৭ গোল করেছেন পেলে। আর গতকাল পেরুর বিপক্ষে সেলেসাওদের হয়ে দ্বিতীয় গোল করার ফলে নেইমারের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬৮টিতে।
গতকাল রিও’র নিল্টন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়লাভের পর আবেগ আপ্লুত হয়ে চোখের জল মুছতে মুছতে নেইমার বলেন,‘ ব্রাজিলের ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই আমার জন্য একটি বিশাল সম্মানের ব্যাপার।
সবসময়ই আমার স্বপ্ন ছিল ব্রাজিলের জার্সি পড়ে খেলা। আমি ভাবতেও পারিনি এত সংখ্যক গোল জমা হবে। এটি আমার কাছে খুবই আবেগের বিষয়। কারণ বিগত দুই বছর আমাকে অনেক কঠিন ও জটিল সময় পার করতে হয়েছে। তবে ব্রাজিলের হয়ে খেলতে পারার মত আনন্দ কোন কিছুর সঙ্গে তুলনা হয় না।’
প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত হওয়া নেইমারকে একাধিক ইনজুরির সঙ্গেও লড়তে হয়েছে। মোকাবেলা করতে হয়েছে যৌন হয়রানির অভিযোগও। পরে অবশ্য অভিযোগটি মিথ্যা বলে প্রমানিত হয়েছে।
তরুন বয়সে নেইমার যখন সান্তোসে প্রথম খেলতে নামেন, তখন থেকেই তাকে অনুসরণ করে আসছিলেন পেলে। ৮০ বছর বয়সী ওই ব্রাজিলীয় কিংবদন্তী নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দুইজনের যুগলবন্দী একটি ছবিও পোস্ট করেছেন। তিলি বলেন, ‘আমি সব ব্রাজিলিয়কে পছন্দ করি। তাকে যখন মাঠে খেলতে দেখি তখন আমার বড্ড আনন্দ হয়। আজ সে আমার রেকর্ডের দিকে আরো একধাপ এগিয়ে এসেছে। তাকে এভাবে এগিয়ে আসতে দেখে সাধুবাদ জানাই। আমি যখন প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলাম তখন যে অনুভুতি আমার হয়েছিল, তার এই সফলতায়ও আমার একই রকম অনুভুতি হচ্ছে।’
ব্রাজিলের কোচ তিতে নেইমারকে আলাদা বৈশিষ্টের অধিকারি উল্লেখ করে বলেন, ‘তার মধ্যে সত্যিকার অর্থে কিছু ব্যক্তিগত দক্ষতা রয়েছে। ডান ও বাঁ পায়ের কারুকাজ করার দক্ষতা আরো বেড়েছে, যেটি তাকে অজেয় করে তুলেছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৬৩০/নীহা