নিয়ম ভঙ্গ করলেই আজীবন নিষিদ্ধের হুঁশিয়ার টোকিও অলিম্পিকের

1841

টোকিও, ১৮ জুন ২০২১ (বাসস) : কোভিড নিয়ম না মানলে শুধুমাত্র এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে এ্যাথলেটদের হুঁশিয়ার করে দিলো টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।
টোকিও অলিম্পিক শুরু হবার পাঁচ সপ্তাহে আগে ইভেন্টের সকল এ্যাথলেটের জন্য নিয়মের তালিকা করে ৭০ পাতার একটি ‘রুল বুক’ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। সেই বইতে সকল নিয়ম তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে অলিম্পিকের পরিচালক পিয়েরি ডুকেরেই বলেছেন, ‘সবার জন্য সমান নিয়ম। কোভিড-১৯ আতঙ্কের মধ্যে অলিম্পিক আয়োজন করা হচ্ছে বলেই এত নিয়ম পালন করতে হবে সকলকে। খেলার মাঠে কিছু নিয়ম মেনে ম্যাচ পরিচালনা করা হয়। তাই খেলোয়াড়রা নিয়মের গুরুত্ব জানেন। তাই আশা করি মাঠের বাইরের নিয়মও খেলোয়াড়রা যথাযথভাবে পালন করবে এবং আমাদের সাহায্য করবে।’
জাপানে করোনার প্রকোপ বেশি থাকায় অলিম্পিক আয়োজনের বিপক্ষে দেশের বেশীরভাগ মানুষ। তাই এবার আরও বেশি সাবধানতা অবলম্বন করছেন আয়োজক কর্তৃপক্ষ।