বাসস ক্রীড়া-৪ : টেনিস প্রেমিদের জন্য সুখবর দিলো উইম্বলডন

981

বাসস ক্রীড়া-৪
টেনিস-উইম্বলডন
টেনিস প্রেমিদের জন্য সুখবর দিলো উইম্বলডন
লন্ডন, ১৮ জুন ২০২১ (বাসস) : টেনিস প্রেমিদের জন্য সুখবর দিলো উইম্বলডন। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও আসন্ন উইম্বলডনের পুরুষ ও নারীদের একক ফাইনাল গ্যালারিতে বসেই দেখতে পাবেন দর্শকরা। সেন্টার কোর্টে গ্যালারি ভরা দর্শকের সামনেই দু’টি ফাইনাল হবে বলে নিশ্চিত করেছে অল ইংল্যান্ড ক্লাব।
এক বিবৃতিতে অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আসন্ন উইম্বলডন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সরকার-স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের সাথে সর্বদা যোগাযোগ করছি আমরা। পুরুষ ও নারীদের একক ফাইনালে সেন্টার কোর্টের ১৫ হাজার আসনই ভর্তি থাকবে। তবে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোয় ৫০ শতাংশ দর্শক গ্যালারিতে থাকতে পারবে।’
চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আগামী ১৯ জুলাই পর্যন্ত দেশে পুরোপুরি লকডাউন থাকবে। এরপরও দর্শকদের মাঠে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।
গতবার উইম্বলডন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্লামই অনুষ্ঠিত হয়েছিলো। এবার আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে ১৪৪ বছর পুরনো ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।
বাসস/এএমটি/১৩২২/নীহা