বাসস ক্রীড়া-৩ : অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে উইম্বলডন

1001

বাসস ক্রীড়া-৩
টেনিস-উইম্বলডন
অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে উইম্বলডন
লন্ডন, ১৮ জুন ২০২১ (বাসস) : অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে উইম্বলডন টেনিস কর্তৃপক্ষ।
প্রতিটি সিঙ্গেলস বিভাগের সেমিফাইনাল পর্যায় থেকে পুরস্কার মূল্য কমিয়ে, যোগ্যতা অর্জন পর্ব থেকে বাকি পর্যায়গুলিতে পুরস্কার মূল্য বাড়াচ্ছে উইম্বলডন। করোনার জন্য ক্রমতালিকায় নিচের দিকে থাকা খেলোয়াড়রা বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃৃপক্ষ।
করোনার জন্য গত বছর উইম্বলডন হয়নি। তাতে আর্থিকভাবে ক্ষতি হয়েছে নিচের দিকে থাকা খেলোয়াড়দের। তাই ২০১৯ সালে যে পুরস্কার মূল্য ছিল, এবার তা ৫ দশমিক ২ শতাংশ কমানো হয়েছে।
এরমধ্যে সব থেকে বড় অংশ কমবে যিনি চ্যাম্পিয়ন হবেন। তাঁর পুরস্কার মূল্য কমছে ২৭ দশমিক ৬৫ শতাংশ। যোগ্যতা অর্জন পর্বে যাঁরা খেলবেন, তাঁদের টাকা সব থেকে বেশি ১৭ দশমিক ৫ শতাংশ বাড়ানো হচ্ছে।
এক বিবৃতিতে অল ইংল্যান্ড ক্লাব বলছে, ‘এবার আমাদের মূল উদ্দেশ্য হলো, প্রতিযোগিতার শুরুর দিকের রাউন্ডগুলোতে যাতে খেলোয়াড়দের আর্থিক দিক দিয়ে সাহায্য করা যায়। তাই আমরা প্রাইজমানিতে বেশ কিছু পরিবর্তন এনেছি।’
গতবার উইম্বলডন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্লামই অনুষ্ঠিত হয়েছিলো। এবার আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে ১৪৪ বছর পুরনো ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ১১ জুলাই।
বাসস/এএমটি/১৩২০/নীহা