যুক্তরাষ্ট্রের সাথে ‘সংলাপ ও বোঝাপড়ার’ জন্য উত্তর কোরিয়ার প্রস্তুতির প্রয়োজন রয়েছে : কিম জং উন

1879

সিউল, ১৮ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে ‘সংলাপ ও বোঝাপড়া উভয়ের’ জন্য তার দেশের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার ক্ষমতাসীন কোরিয়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক সাধারণ বৈঠকে কিম ওয়াশিংটনের সাথে সম্পর্কের এবং নব গঠিত মার্কিন প্রশাসনের নীতির ঝোঁকের ব্যাপারে তার কৌশলের রূপরেখা তুলে ধরেন।
কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম ‘সংলাপ ও বোঝাপড়া উভয়ের জন্য অবশ্যই প্রস্তুত থাকার, বিশেষকরে আমাদের রাষ্ট্রের মর্যাদা রক্ষার ক্ষেত্রে নিয়মানুযায়ী রুখে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকার ওপর বেশি গুরুত্ব দেন।’