বাসস দেশ-৫৭ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

177

বাসস দেশ-৫৭
নারায়ণগঞ্জ-উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ, ১৭ জুন ২০২১ (বাসস) : জেলার রূপগঞ্জ উপজেলায় আজ শীতলক্ষ্যা নদীর তীরের ১৬টি ডকইয়ার্ড ও একটি দোতলা ভবন, ড্রেজারের পাইপ, কাঁচা-পাকা ঘরসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২২২৫/এমকে