বাসস দেশ-৫৬ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে বান্দরবানে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩৩৫টি পরিবার

166

বাসস দেশ-৫৬
বান্দরবান-মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে বান্দরবানে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩৩৫টি পরিবার
বান্দরবান, ১৭ জুন ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ৩৩৫টি পরিবার।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
জেলা প্রশাসক জানান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্র্যায়ে ৩৩৯টি ঘর প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আগামী ২০জুন প্রধানমন্ত্রীর পক্ষ আরো ৩৩৫টি পরিবারকে ঘর প্রদান করান হবে।
তিনি জানান, ২য় পর্যায়ে বান্দরবানের লামা উপজেলায় ৯০টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি, রুমা উপজেলায় একশ’টি, রোয়াংছড়ি উপজেলায় ১২০টি পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান ও মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২২২৫/এমকে