বাসস বিদেশ-৭ : হজ যাত্রায় সামাজিক দূরত্ব রাখায় মক্কায় পবিত্র পানি সেবায় রোবট নিয়োজিত

1028

বাসস বিদেশ-৭
হজ-ভাইরাস-রোবট
হজ যাত্রায় সামাজিক দূরত্ব রাখায় মক্কায় পবিত্র পানি সেবায় রোবট নিয়োজিত
মক্কা (সৌদি আরব), ১৭ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : ইসলামের পবিত্রতম নগরী মক্কায় করোনাভাইরাস মহামারীজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে হজযাত্রীদের পবিত্র হজব্রত পালনে প্রন্তুতিতে এই সপ্তাহ থেকে রোবটের মাধ্যমে পবিত্র জমজমের পানির বোতল তুলে দেওয়া শুরু হয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরব শনিবার ঘোষণা দিয়েছে, করোনাভাইরাস বিরুদ্ধে টিকা নেওয়া ৬০ হাজার বাসিন্দা জুলাই থেকে হজব্রত পালন করতে পারবেন। এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি, তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। ২০১৯ থেকে বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম অংশ নেয়।
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করার অভিপ্রায় নিয়ে কর্মকর্তারা জমজমের পানির বোতল পরিবহনের কাজে রোববার ছোট ছোট সাদা-কালো রোবোট ছেড়ে দিয়েছে।
পবিত্র হজ মৌসুমে জমজম কুপের পানি সরবরাহের ব্যাবস্থাপক বদর আল-লোকমানি বলেন, ‘এই রোবটগুলির উদ্দেশ্য কোনো মানুষের সংযোগ ছাড়াই ব্যক্তিগত সেবা সরবরাহ করা।’
লোকসমানী বলেন, ‘হজটিতে দর্শনার্থী ও হজযাত্রীদের সহায়তায় বর্তমানে প্রায় ২০ টি রোবট রয়েছে, তবে প্রয়োজনের ভিত্তিতে আরও কিছু আনা যেতে পারে।’
হজ ইসলামের পাঁচটি স্তম্ভ বা মূল দায়িত্বসমূহের অন্যতম। গত বছর স্বল্প সংখ্যক সৌদি আরববাসীকে হজ পালনের অনুমতি দেয়া হয়। তবে এ বছর কেবলমাত্র টিকা নিয়েছেন এমন সব সৌদি আরবের বাসিন্দাদের মধ্যে থেকে হজের অনুমতি দেওয়া হবে।
বাসস/অনু-জেজেড/২১৫৫/কেএমকে