বাসস দেশ-৪০ : নীলফামারীতে জেলা পরিষদের খাদ্য সহায়তা পাচ্ছে দুইহাজার ৪৯০টি পরিবার

100

বাসস দেশ-৪০
নীলফামারী-খাদ্য সহায়তা
নীলফামারীতে জেলা পরিষদের খাদ্য সহায়তা পাচ্ছে দুইহাজার ৪৯০টি পরিবার
নীলফামারী, ১৭ জুন ২০২১ (বাসস) : জেলায় করোনা পরিস্থিতে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা পাচ্ছে দুইহাজার ৪৯০টি অসহায় পরিবার। আজ জেলার সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় ৫৮০টি পরিবারে মাঝে বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈয়দপুর ডাকবাংলো চত্বতে ২৮০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এ সময় জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর, শামীম চৌধুরী, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সচিব জানান, করোনা পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থ বছরের এডিবির বরাদ্দকৃত অর্থ দিয়ে দুইহাজার ৪৯০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এই সহায়তার মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০কেজি চাল, এককেজি মশুর ডাল, একলিটার ভোজ্য তেল।
তিনি জানান, আজ বৃহস্পতিবার কর্মসূচির শুরুতে সৈয়দপুরে ২৮০টি এবং কিশোরগঞ্জে ৩০০টি পরিবারের মাঝেন খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জলঢাকায় ৩১০টি, ডোমারে ৩০৫টি, ডিমলায় ৪১০টি এবং সদর উপজেলায় ৮৮৫টি পরিবারকে ওই সহায়তা প্রদান করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫৫/এমকে