বাসস দেশ-৩৭ : ফেনীতে দ্বিতীয় পর্যায়ে বসতবাড়ি পাচ্ছে ৮৪টি গৃহহীন পরিবার

93

বাসস দেশ-৩৭
ফেনী-বসতবাড়ি
ফেনীতে দ্বিতীয় পর্যায়ে বসতবাড়ি পাচ্ছে ৮৪টি গৃহহীন পরিবার
ফেনী, ১৭ জুন ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় দ্বিতীয় ধাপে আরও ৮৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহসহ ভূমি পাচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসক জানান, জেলায় জমিসহ ঘর প্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে সদর উপজেলায় ৬১টি, সোনাগাজী উপজেলায় ১৩টি এবং ফুলগাজী উপজেলায় ১০টি পরিবার রয়েছে। একলাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার ও একটি রান্নার কক্ষ রয়েছে। এছাড়াও ঘরে বসবাসকারীদের জন্য সুপেয় পানিসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, এসব পরিবারের জন্য গৃহ নির্মাণ করে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারগুলোর মাঝে জমির মালিকানাসহ এসব গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৫/এমকে