বাসস ক্রীড়া-২২ : বঙ্গবন্ধু ডিপিএলে প্রথম সেঞ্চুরিয়ান মিজানুর

114

বাসস ক্রীড়া-২২
ক্রিকেট-ডিপিএল
বঙ্গবন্ধু ডিপিএলে প্রথম সেঞ্চুরিয়ান মিজানুর
ঢাকা, ১৭ জুন ২০২১ (বাসস) : চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করলেন ব্রাদার্স ইউনিয়নের ডান-হাতি ব্যাটসম্যান মিজানুর রহমান।
আজ সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেন মিজানুর।
টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শেখ জামাল। ব্যাট হাতে নেমে শুরুতেই ওপেনার জসিমউদ্দিনকে হারায় ব্রাদার্স। তবে দ্বিতীয় উইকেটে জাহিদুজ্জামানকে নিয়ে ১২৪ রানের জুটি গড়েন মিজানুর। এরমধ্যে ২৫ রান ছিলো জাহিদুজ্জামানের।
তবে চলমান আসরে প্রথম সেঞ্চুরি তুলে নেন মিজানুর। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ৬৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। পরবর্তীতে বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে প্রথম এবং বাংলাদেশীদের মধ্যে নবম ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরি করলেন ২৯ বছর বয়সী মিজানুর।
ডান-হাতি ব্যাটসম্যান মিজানুরের আগে বাংলাদেশের পক্ষে টি-টুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
বাসস/এএমটি/১৯৫০/স্বব