বাসস ক্রীড়া-২১ : শীর্ষে থেকেই সুপার লিগে প্রাইম ব্যাংক, জয় পেল আবাহনীও

125

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-ডিপিএল
শীর্ষে থেকেই সুপার লিগে প্রাইম ব্যাংক, জয় পেল আবাহনীও
ঢাকা, ১৭ জুন ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগ খেলা নিশ্চিত করলো প্রাইম ব্যাংক। আজ লিগ পর্বে শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। এতে লিগ পর্বের সব ম্যাচ শেষে, অর্থাৎ ১১ খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে খেলবে প্রাইম ব্যাংক।
লিগে শেষ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে আবাহনীও। বৃষ্টি আইনে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জকে।
তবে বৃষ্টি কারনে পরিত্যক্ত হয়েছে ওল্ড ডিওএইচএস-প্রাইম দোলেশ্বর, ব্রাদার্স ইউনিয়ন-শেখ জামাল এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোটিং ক্লাবের ম্যাচ।
প্রাইম ব্যাংক-খেলাঘর :
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে খেলাঘর। ১০ ওভারে নির্ধারিত ম্যাচে ৫ উইকেটে ৬৮ রান তুলে তারা। উইকেটরক্ষক শাহরিয়ার কমল ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন।
জবাবে ম্যাচ জিততে বৃষ্টি আইনে ১০ ওভারে ৭৪ রানের টার্গেট পায় প্রাইম ব্যাংক। ৫ বল বাকী রেখে টার্গেট স্পর্শ করে ফেলে প্রাইম ব্যাংক। রনি তালুকদার ১৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন। তাই ম্যাচ সেরা হন রনি।
আবাহনী-লিজেন্ডস অব রুপগঞ্জ :
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রুপগঞ্জ। বৃষ্টির কারনে ১৮ ওভার ব্যাট করতে পারে রুপগঞ্জ। ৫ উইকেটে ১৬২ রান করে তারা। জাকের আলি ৫২, সাব্বির রহমান ৩৫ ও আল-আমিন ২৬ রান করেন।
আবাহনীর মেহেদি হাসান রানা ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন।
বৃষ্টি আইনে ম্যাচ জিততে ১৮ ওভারে ১৬৪ রানের টার্গেট পায় আবাহনী। টপ-অর্ডার ব্যাটসম্যানদের ছোট-ছোট ইনিংসের সাথে শেষদিকে ১৯ বলে অপরাজিত ৩৯ রান করেন মোহাম্মদ নাইম। এতে ২ বল বাকী থাকতেই জয় পায় আবাহনী। ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।
১১ খেলা শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার লিগে খেলবে আবাহনী। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে থাকলো রুপগঞ্জ।
বাসস/এএমটি/১৯৪৫/স্বব