বাসস দেশ-২৯ : ফেনীতে হোটেল শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

88

বাসস দেশ-২৯
খাদ্য-বিতরণ
ফেনীতে হোটেল শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ
ফেনী, ১৭ জুন, ২০২১ (বাসস) : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জেলায় কর্মরত হোটেল শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নিজ কার্যালয় প্রাঙ্গণে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও ৫০ জন হোটেল শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বিতরণকালে জেলা প্রশাসক বলেন, কোন ব্যাক্তি যাতে ত্রাণের বাইরে না থাকে এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সে অঙ্গীকার বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।
রিফাত নামে একজন হোটেল শ্রমিক বলেন, করোনার সময় কাজ বন্ধ ছিল।।পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। আগেও প্রশাসনের কিছু সহযোগিতা পেয়েছি।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. রুহুল আমীন উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪৫/কেজিএ