বাসস ক্রীড়া-১৪ : ফাইনালের আগে নিউজিল্যান্ডকে অন্যায় সুবিধা দিয়েছে আইসিসি : টেন্ডুলকার

150

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-টেস্ট চ্যাম্পিয়নশিপ-টেন্ডুলকার
ফাইনালের আগে নিউজিল্যান্ডকে অন্যায় সুবিধা দিয়েছে আইসিসি : টেন্ডুলকার
সাউদাম্পটন, ১৭ জুন ২০২১ (বাসস) : আগামীকাল ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। তবে ফাইনালের আগে নিউজিল্যান্ডকে অন্যায় সুবিধা দেয়া হয়েছে বলে মনে করেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার মতে, ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ করে দিয়ে নিউজিল্যান্ডকে অন্যায় সুবিধা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয় পায় কিউইরা। ম্যাচ ও সিরিজ জয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে নিউজিল্যান্ড। এই সিরিজ খেলার সুযোগ পাওয়াকেই অন্যায় মনে করছেন টেন্ডুলকার।
আইসিসিকে কাঠগড়ায় তুলে টেন্ডুলকার বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এই সিরিজ আয়োজন করা উচিত ছিল। আমি জানি না কবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের এই সিরিজের সূচী ঠিক হয়েছিল। হয়তো নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার আগে এই সিরিজের সূচী তৈরি হয়েছিল। আবার এটা কাকতালীয় হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এই দুই ম্যাচের সিরিজ খেলায় ফাইনালে অনেকখানি এগিয়ে গেল নিউজিল্যান্ড। ফাইনালের আগে ভারত শুধুমাত্র নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছে। কিন্তু দলের বাইরের বোলার-ব্যাটসম্যানদের বিপক্ষে ভারতের অনুশীলন ম্যাচের প্রয়োজন ছিলো। কিন্তু সেটি পায়নি ভারত। তাই ফাইনালের আগে ম্যাচ না খেলার ঘাটতি থাকবে ভারতের।’
বাসস/এএমটি/১৬৪৫/স্বব