বাসস ক্রীড়া-১৩ : টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ কোহলির

139

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-টেস্ট চ্যাম্পিয়নশিপ
টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ কোহলির
সাউদাম্পটন, ১৭ জুন ২০২১ (বাসস) : অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ভারতের দলনেতা বিরাট কোহলির।
আগামীকাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেই আন্তর্জাতিক অঙ্গনে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হবেন কোহলি।
বর্তমানে অস্ট্রেলিয়ার সাবেক নেতা রিকি পন্টিং-এর সমান ৪১টি সেঞ্চুরি রয়েছে কোহলির। ফাইনালে সেঞ্চুরি করলে পন্টিংকে পেছনে ফেলবেন কোহলি। অধিনায়ক হিসেবে কোহলি ১৮৮ ম্যাচে ও পন্টিং ৩২৪ ম্যাচে ৪১টি সেঞ্চুরি করেছেন।
অধিনায়ক হিসেবে ২৮৬ ম্যাচে ৩৩টি সেঞ্চুরি করে পন্টিং-কোহলির পরই আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করা শীর্ষ ছয় দলনেতা :
অধিনায়ক ম্যাচ রান সেঞ্চুরি
বিরাট কোহলি (ভারত) ১৮৮ ১১৮১১ ৪১
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩২৪ ১৫৪৪০ ৪১
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ২৮৬ ১৪৮৭৮ ৩৩
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ৯৩ ৫৮৮৫ ২০
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ১৩৯ ৭০৬০ ১৯
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ১৭২ ৮৪১০ ১৯
বাসস/এএমটি/১৬৪০/স্বব