বাসস ক্রীড়া-১০ : টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পারফরমেন্স

97

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-টেস্ট চ্যাম্পিয়নশিপ
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পারফরমেন্স
সাউদাম্পটন, ১৭ জুন ২০২১ (বাসস) : ফাইনালের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সবচেয়ে রান করেছেন আজিঙ্কা রাহানে। ১০৯৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ৮১৭ রান আছে তার।
বল হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের। ৬৭ উইকেট শিকার করেছেন তিনি। আর নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি উইকেট পেসার টিম সাউদির ঝুলিতে। ৫১ উইকেট আছে তার।
ফাইনালের আগে ভারত-নিউজিল্যান্ডের খেলোয়াড়দের এখন পর্যন্ত হয়ে যাওয়া পারফরমেন্সের দিকে চোখ বুলানো যাক।
ভারত ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
আজিঙ্কা রাহানে ১৭ ২৮ ১০৯৫ ৪৩.৮০ ৩ ৬
রোহিত শর্মা ১১ ১৭ ১০৩০ ৬৪.৩৭ ৪ ২
বিরাট কোহলি ১৪ ২২ ৮৭৭ ৪৩.৮৫ ২ ৫
মায়াঙ্ক আগারওয়াল ১২ ২০ ৮৫৭ ৪২.৮৫ ৩ ২
চেতেশ্বর পূজারা ১৭ ২৮ ৮১৮ ২৯.২১ ০ ৯

নিউজিল্যান্ড ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
কেন উইলিয়ামসন ৯ ১৪ ৮১৭ ৫৮.৩৫ ৩ ১
টম লাথাম ১১ ১৮ ৬৮০ ৪০.০০ ১ ৫
হেনরি নিকোলস ১০ ১৫ ৫৮৫ ৪১.৭৮ ২ ১
রস টেইলর ১১ ১৭ ৪৬৯ ৩১.২৬ ০ ৩
বিজে ওয়াটলিং ১০ ১৫ ৪১৭ ২৯.৭৮ ১ ২

ভারত বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট গড়
রবীচন্দ্রন অশ্বিন ১৩ ২৪ ৫২৪.৪ ১৩৯৯ ৬৭ ২০.৮৮
ইশান্ত শর্মা ১১ ২০ ২১৮.০ ৬২৫ ৩৬ ১৭.৩৬
মোহাম্মদ সামি ১০ ১৮ ২৩৯.৩ ৭১২ ৩৬ ১৯.৭৭
জসপ্রিত বুমরাহ ৯ ১৭ ২৭৬.৩ ৭৬২ ৩৪ ২২.৪১
উমেশ যাদব ৭ ১৪ ১৬০.২ ৫৩৮ ২৯ ১৮.৫৫

নিউজিল্যান্ড বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট গড়
টিম সাউদি ১০ ২০ ৩৯০.৩ ১০৫৪ ৫১ ২০.৬৬
কাইল জেমিসন ৬ ১২ ২০০.২ ৪৭৮ ৩৬ ১৩.২৭
ট্রেন্ট বোল্ট ৯ ১৮ ৩৩৪.২ ৯৯৬ ৩৪ ২৯.২৯
নিল ওয়াগনার ৭ ১৪ ২৮২.৩ ৭২০ ৩২ ২২.৫০
বাসস/এএমটি/১৬২৫/স্বব