বাসস ক্রীড়া-৯ : ভারত-নিউজিল্যান্ডের রোড টু ফাইনাল

100

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারত-নিউজিল্যান্ডের রোড টু ফাইনাল
সাউদাম্পটন, ১৭ জুন ২০২১ (বাসস) : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল হয়ে আগামীকাল ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। প্রায় আড়াই বছর বিভিন্ন দলের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি স্থান দখল করে ফাইনালের টিকিট পায় ভারত ও নিউজিল্যান্ড।
ছয় সিরিজের ১৭ ম্যাচে ভারতের জয় ছিলো ১২টি, হার ৪টি ও ড্র ১টি। পাঁচ সিরিজের ১১ ম্যাচে নিউজিল্যান্ডের জয় ৭টিতে। হার ৪টিতে, কোন ড্র নেই।
ভারত-নিউজিল্যান্ডের রোড টু ফাইনাল :
ভারত :
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের সিরিজ, ভারত ২-০ ব্যবধানে জয়ী
ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ, ভারত ৩-০ ব্যবধানে জয়ী
ভারত-বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ, ভারত ২-০ ব্যবধানে জয়ী
ভারত-নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজ, ভারত ২-০ ব্যবধানে পরাজিত
ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের সিরিজ, ভারত ২-১ ব্যবধানে জয়ী
ভারত-ইংল্যান্ড চার ম্যাচের সিরিজ, ভারত ৩-১ ব্যবধানে জয়ী
নিউজিল্যান্ড :
নিউজিল্যান্ড-শ্রীলংকা দুই ম্যাচের সিরিজ, ১-১ সমতা
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ, অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী
নিউজিল্যান্ড-ভারত দুই ম্যাচের সিরিজ, নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের সিরিজ, নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী
নিউজিল্যান্ড-পাকিস্তান দুই ম্যাচের সিরিজ, নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী
সর্বশেষ পাঁচ সাক্ষাৎতে ভারত ও নিউজিল্যান্ড :
২০১৬ : ভারত ১৯৭ রানে জয়ী (কানপুর)
২০১৬ : ভারত ১৭৮ রানে জয়ী (কলকাতা)
২০১৬ : ভারত ৩২১ রানে জয়ী (ইন্দোর)
২০২০ : নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী (ওয়েলিংটন)
২০২০ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী (ক্রাইস্টচার্চ)
বাসস/এএমটি/১৬২০/স্বব