নড়াইলে মুজিববর্ষে ঘর পাবে ১২৫ টি পরিবার

468

নড়াইল, ১৭ জুন, ২০২১ (বাসস) : জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।আগামী ২০জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করবেন।
তিনি আরো জানান, জেলায় মোট ৪৭৭টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩২৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ১২৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। জেলায় মোট ৮কোটি ৫১ লক্ষ ২৫হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছ।
এসময় অতিরক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেবাশীষ চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাংবাদিক মলয় কন্তি নন্দী, হাফিজুর রহমান, মোস্তফা কামালসহ বিভিন্ন গণমাধ্যমে কর্তরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।