কুমিল্লার অবৈধভাবে ডিজেল বাজারজাত করায় গ্রেফতার ২

414

কুমিল্লা (দক্ষিণ), ১৭ জুন, ২০২১ (বাসস) : জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অনুমোদিতহীন ও অবৈধ ভাবে ডিজেল, মবিল ও বিটুমিন তৈরি করে বাজারজাত করার সময় ২ জনকে গ্রেফতার করেন র‌্যাব। আটকরা, জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের আলম মিয়ার ছেলে মোঃ আব্দুল মান্নান (৪৮) ও নাঙ্গলকোট উপজেলার মোঃ মোস্তফার ছেলে মোঃ ফোরকান মাহমুদ (২৩)।
জেলার র‌্যাব-১১ সিপিসি-২,উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বাসসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল মেসার্স আলম এন্ড কোম্পানীতে অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে ব্যবহৃত পুরাতন মবিল পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল, এবং বিটুমিন উৎপাদন করে বাজারজাত করার সময় হাতে নাতে তাদেরকে গ্রেফতার হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মন্জুরুল হক’র উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে ১ বছর ও ফোরকান মাহমুদ কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।