জয়পুরহাটে পুলিশ সুপারের কাছে ৪ হাজার মাস্ক প্রদান

412

জয়পুরহাট, ১৭ জুন, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ থেকে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য জয়পুরহাটের বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের নিকট সুরক্ষা সামগ্রী হিসেবে ৪ হাজার মাস্ক প্রদান করেছে।
করোনা প্রাদুূর্ভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি বে-সরকারি উন্নয়ন সংস্থা গুলোও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই আলোকে জয়পুরহাটের বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ করোনা যোদ্ধা হিসেবে জেলার পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য ৪ হাজার মাস্ক প্রদান করে। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জেলা পুলিশের পক্ষে মাস্ক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: তরিকুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের পক্ষে উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, সিনিয়র সহকারী পরিচালক মো: খোরশেদ আলম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমূখ। জেলায় সম্প্রতি করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় লকডাউন পালনে বিভিন্ন বিভাগের সঙ্গে সম্মূখ ভাগের যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ বিভাগের সদস্যরা। তাদের সুরক্ষার জন্য এ উদ্যোগ বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন।