নিষেধাজ্ঞা শেষে জৈব-সুরক্ষা বলয়ে ফিরছেন সাকিব

1145

ঢাকা, ১৬ জুন ২০২১ (বাসস) : দু’বার করোনা পরীক্ষার পর জৈব-সুরক্ষা বলয়ে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যা বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের জন্য তৈরি করা হয়েছিলো।
ডিপিএলে আবাহনী-মোহামেডান হাই-ভোল্টেজ ম্যাচে আম্পায়ারের সিদ্বান্তের বিপক্ষে মেজাজ হারিয়ে প্রথমে স্টাম্পে লাথি ও পরে স্টাম্প ছুঁড়ে মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। তাই জৈব-সুরক্ষা বলয়ের বাইরে চলে গিয়েছিলেন তিনি।
নিষেধাজ্ঞার সময় ওল্ড ডিওএইচএস, ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে ম্যাচ মিস করেছেন মোহামেডানের সাকিব। এই তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পায় মোহামেডান। এর মধ্যে আজ খেলাঘরের বিপক্ষে সুপার ওভারের ম্যাচটিও ছিলো। আর ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
ইতোমধ্যে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। আগামীকাল লিগ পর্বে শেষ ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান।
গাজীর বিপক্ষে ম্যাচে সাকিবের খেলার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে মোহামেডান।
এদিকে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানান, দু’বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায় জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করতে পারবেন সাকিব।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার পর জৈব-সুরক্ষা বলয় ছেড়ে দেয়ার পরে দু’বার কোভিড-১৯ পরীক্ষায় যেতে হয়েছিলো সাকিবকে। জৈব-সুরক্ষা বলয়ে আবারো প্রবেশের জন্য দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি।’