বাসস দেশ-৪৩ : নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা

93

বাসস দেশ-৪৩
আর্থিক-সহায়তা
নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা
নীলফামারী, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলার ডিমলায় গত বছরে তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের ৩৫০ পরিবারের মধ্যে সমাজসেবা কল্যাণ ট্রাস্ট্রের অধিনে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়। উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারমান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৮৮টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা হিসেবে ৭ লাখ ৫২ হাজার টাকা দেয়া হয়।
ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার জানান, তিস্তার ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলোকে সমাজসেবা কল্যাণ ট্রাস্ট্রের আওতায় প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা হিসেবে ১৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হচ্ছে।
এর মধ্যে ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১৮৮ পরিবার, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১১৭ পরিবার, খগাখড়িবাড়ী ইউনিয়নে ২৩ পরিবার এবং খালিশা চাপানী ইউনিয়নে ২৪টি পরিবার রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১৭/কেজিএ