বাসস দেশ-৩৮ : দিনাজপুরে ইভটিজার ও মাদকসেবীর কারাদন্ড

97

বাসস দেশ-৩৮
ইভটিজার-কারাদন্ড
দিনাজপুরে ইভটিজার ও মাদকসেবীর কারাদন্ড
দিনাজপুর, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলার বিরামপুরে শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজনকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন। একই সাথে মাদক সেবনের অভিযোগে একজনকে ৩ মাস ও একজনকে ১ মাস কারাদন্ড প্রদান করেন।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সুমন কুমার মহন্ত আজ বুধবার দুপুর ২টায় জানান, বুধবার বেলা ১১টায় বিরামপুর থানায় ঘাটপার এলাকায় একজন কিশোরী শিক্ষার্থীকে বোনের বাড়ি যাওয়ার পথে এক যুবক ইভটিজিং করে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে ওই যুবক হরিহর প্রসাদ (২৫) কে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করে। পুলিশ আটক যুবককে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকারের কাছে সোপর্দ করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হরিহর প্রসাদকে ৬ মাসের কারাদ-ে দ-িত করেন। দ-িত হরিহর প্রসাদ বিরামপুর উপজেলার দেওবোন গ্রামের জেঠা প্রসাদের পুত্র।
অপরদিকে আজ বুধবার দুপুর ১২টায় বিরামপুর উপজেলার কলেজ মাঠে কয়েকজন বসে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। আটক ২ জন বিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামের রুবেল হোসেনের পুত্র রাসেল (২৫) ও একই উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র জোবায়ের হোসেন (৩০)। এই জনকে আজ বুধবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনি রুবেলকে ৩ মাস এবং জোবায়েরকে ১ মাসের কারাদ-ে দ-িত করেন। দ-িত ৩ জনকে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় কড়া পুলিশ পাহাড়ায় দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৮/কেজিএ