বাসস দেশ-৩৭ : নীলফামারীতে করোনা মোকাবেলায়-নাগরিক ভাবনা শীর্ষক ওয়েবিনার

105

বাসস দেশ-৩৭
করোনা-ওয়েবিনার
নীলফামারীতে করোনা মোকাবেলায়-নাগরিক ভাবনা শীর্ষক ওয়েবিনার
নীলফামারী, ১৬ জুন, ২০২১ (বাসস) : সীমান্তের জেলা নীলফামারীতে করোনা প্রার্দুভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার বেলা ১১টা থেকে থেকে ২টা পর্যন্ত স্থানীয় মিডিয়া হাউসের আয়োজনে অনুষ্ঠিত এক ওয়েবিনারে ওই দাবি জানান অংশগ্রহণকারীরা।
উন্নয়ন সংস্থা ইউএসএস এবং এ্যাকশন এইডের সহযোগিতায় ‘করোনা মোকাবেলায়-নাগরিক ভাবনা’ শীর্ষক ওই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তাহমিন হক ববীর সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন- ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুল হাসান চৌধুরী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার মানিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন, সাংবাদিক ভুবন রায় নিখিল প্রমুখ।
সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘সংক্রমণের হার শতকরা ১০ জনের বেশি হলে ঝুকিঁপুর্ণ জেলা হিসেবে চি‎িহ্নত হয়। সেক্ষেত্রে নীলফামারী জেলার সংক্রমণের হার ১৩ ভাগেরও বেশি। আমরা উচ্চ ঝুকিঁপুর্ণ জেলা হিসেবে রয়েছি। দেশে করোনার ভারতীয় ধরণ এসেছে। সে হিসেবে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। অন্যথায় কঠোর সিদ্ধান্তে যেতে হবে।’
ওয়েবিনারে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, যুব সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩০/কেজিএ