বাসস দেশ-২১ : দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

83

বাসস দেশ-২১
আবহাওয়া-পরিস্থিতি
দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
ঢাকা, ১৬ জুন, ২০২১ (বাসস) : দেশের উত্তর-পূর্বাঞ্চল,পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার ও বান্দরবান জেলা এবং এর কাছাকাছি অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উল্লেখিত অঞ্চলগুলোয় আবহাওয়া পরিস্থিতি এরকম থাকতে পারে।
ফলে এই সময়ে এসব অঞ্চলের নদীগুলোয় পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও আকষ্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এসব নদ ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল। এটি বর্তমানে স্থিতিশীল রয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষণশীল পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪১ টির, হ্রাস পেয়েছে ৫৬ টির, অপরিবর্তিত আছে ৩ টির এবং গেজ পাঠ পাওয়া যায়নি ১ টির।
বাসস/সবি/এসএস/১৭৪৫/-এমএন