বাসস ক্রীড়া-১৪ : উইলিয়ামসনের ব্যর্থতায় শীর্ষে স্মিথ

91

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-উইলিয়ামসন-স্মিথ
উইলিয়ামসনের ব্যর্থতায় শীর্ষে স্মিথ
দুবাই, ১৬ জুন ২০২১ (বাসস) : নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকায় শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার সাবেক দলনেতা স্টিভেন স্মিথ। দখলের ছয় মাসের মধ্যে শীর্ষ স্থান হারালেন উইলিয়ামসন।
আজ সাপ্তাহিক র‌্যাংকিংএর হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন উইলিয়ামসন। ব্যাট হাতে দুই ইনিংসে ১৪ রান করেন তিনি। কনুইয়ের ইনজুরির কারনে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি উইলিয়ামসন।
লর্ডস টেস্টে খারাপ ব্যাটিং পারফরমেন্সে আইসিসি র‌্যাংকিংএ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান হারালেন উইলিয়ামসন। ফলে দ্বিতীয়স্থানে থাকা স্মিথ উঠে গেলেন শীর্ষে। স্মিথের সাথে উইলিয়ামসনের রেটিং ব্যবধান এখন- ৫। ৮৯১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উইলিয়ামসন।
লর্ডসে অভিষেক টেস্টে ২শ রান করার পর বার্মিংহামের ম্যাচে ৮০ ও ৩ রান করেন কনওয়ে। এতে র‌্যাংকিংএ চার ধাপ এগিয়েছেন তিনি। ইংল্যান্ডের জো বার্নসের সাথে যৌথভাবে ৬১তম স্থানে আছেন কনওয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তাই র‌্যাংকিংএ ১১ ধাপ এগিয়েছেন তিনি। ভারতের চেতেশ্বর পুজারার সাথে যৌথভাবে ১২তস্থানে রয়েছেন ডি কক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৮ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখে দক্ষিন আফ্রিকার বোলাররা। তিন পেসার এনরিচ নর্টি ৭টি, কাগিসো রাবাদা ৬টি ও লুঙ্গি এনগিডি ৫টি উইকেট নেন।
তাই বোলিং র‌্যাংকিংএ উন্নতি হয়েছে নর্টি-রাবাদা ও এনগিডির। দুই ধাপ এগিয়ে রাবাদা সপ্তম স্থানে, ক্যারিয়ারে প্রথমবারের মত সেরা ত্রিশে প্রবেশ করেছেন নর্টি। যৌথভাবে ২৬তম স্থানে রয়েছেন তিনি। আর ১৪ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে এনগিডি।
বোলারদের র‌্যাংকিংএ শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ৩৩৮ রেটিং নিয়ে পঞ্চমস্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।
বাসস/এএমটি/১৮১৮/স্বব