বাসস দেশ-২০ : দারিদ্র্য বিমোচনে সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

89

বাসস দেশ-২০
বাংলাদেশ-সুদান
দারিদ্র্য বিমোচনে সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ
ঢাকা, ১৬ জুন, ২০২১ (বাসস): দারিদ্র বিমোচনে সুদানের প্রচষ্টাকে আরো শক্তিশালী করার জন্য ত্রাণ সহায়তা হিসাবে বাংলাদেশ সুদানকে ৫.৩২ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) বা প্রায় ৬৫ কোটি টাকা প্রদান করেছে।
অর্থমন্ত্রনালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওআইসি সদস্যভুক্ত দরিদ্র দেশ সুদানের ঋণের বোঝা লাঘবে ত্রাণ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহবানে বাংলাদেশ গতকাল এই অর্থ দিয়েছে। সুদানের সঙ্গে বাংলাদেশের বন্ধৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফ’র উদ্যোগে অংশ নিয়ে গতবছর বাংলাদেশ ০.৭০ মিলিয়ন এসডিআর বা ৮ কোটি টাকার বেশী অর্থ সোমালিয়ায় দিয়েছে।
বাসস/পিআর/জিএম/অনু-এমএবি/১৭৪০/-অমি