বাসস দেশ-১৯ : পিরোজপুরে শিশু আইন অবহিতকরণ সভা

95

বাসস দেশ-১৯
অবহিতকরণ-সভা
পিরোজপুরে শিশু আইন অবহিতকরণ সভা
পিরোজপুর, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলা শহরে আজ শিশু আইন-২০১৩-এর কার্যাবলী সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, যুগ্ম জেলা ও দায়রা জজ ফায়জুল কবীর, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মুনিরা পারভীন, সদর ইউএনও বশির আহমেদ, ভান্ডারিয়া ইউএনও সীমা ধর, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল অফিসার জাকির আহমেদসহ জেলা পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডের সদস্যবৃন্দ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন আয়োজিত ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় শিশু আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বলেন- শেখ হাসিনার সরকার ২০১৩ সালে এই আইনটি প্রণয়ন করেছেন, সর্বমহলে প্রশংসিত যুগোপযোগী এই আইনটি বাস্তবায়নে বিভিন্ন মহলের সহযোগিতা এবং সচেতনতা সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের আইনী অধিকার সহ সকল অধিকার সুনিশ্চিত করতে এই আইনটি পুরোপুরি বাস্তবায়নের কোন বিকল্প নাই।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫০/-কেজিএ