বাসস দেশ-১৮ : দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের সলীল সমাধি

102

বাসস দেশ-১৮
সলীল-সমাধি
দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের সলীল সমাধি
দিনাজপুর, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংগসের ঘাট এলাকায় করতোয়া নদীর পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের সলীল সমাধি হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ অশোক কুমার চৌহান আজ বাসসকে জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন ভাই-বোন মারা গেছে। নিহতরা হলেন- অনামিকা (৯) ও অভ্র (৭)। তারা বিনোদনগর ইউনিয়নের ডাংগসের গ্রামের কৃষক অপ্রুল চন্দ্র সরকারের সন্তান।
নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. আক্তার হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় তারা।এ সময় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানিতে গোসল করতে নামে ওই দু’ভাই-বোন। তখন তারা ডুবে যায়।
মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে অনুসন্ধান চালিয়ে রাত ১২টায় তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই আজ বুধবার দুপুর ২টায় তাদের সৎকার করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৪০/-কেজিএ