মনপুরায় যুবকদের ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান

209

ভোলা, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলার মনপুরা উপজেলায় আজ নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মনপুরা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শামীম মিয়ার সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, মনপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে যুবকরা ব্যাপক ভূমিকা পালন করতে পারে। লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বোদ্ধ হতে হবে। কারণ যুবকরাই দেশের প্রধান শক্তি। এ ক্ষেত্রে মানবিক অদর্শের চেতনা ধারন করে এগিয়ে যাওয়ার পক্ষে মত দেন তারা। অনুষ্ঠানে উপজেলার অর্ধশতাধিক যুবক উপস্থিত ছিলেন।