বাজিস-৫ : সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণের উদ্বোধন

164

বাজিস-৫
ময়মনসিংহ-সড়ক নিরাপত্তা
ময়মনসিংহে সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ
ময়মনসিংহ, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় আজ নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব সংক্রান্ত প্রচারপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে জেলা স্কুল মাঠে জেলা স্কাউটস আয়োজিত প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এ সময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব সংক্রান্ত প্রচারপত্র তুলে দেয়া হয়।
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, জেলায় প্রাইমারী এবং সেকেন্ডারি মিলিয়ে ১৫ লাখ ৮০ হাজার শিক্ষার্থীর হাতে এ প্রচারপত্র তুলে দেয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রচারপত্র বিতরণ শেষে অভিভাবকদের স্বাক্ষর সম্বলিত প্রচারপত্র জেলা শিক্ষা অফিসে জমা দেয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সড়ক নিরাপত্তায় সচেতন করতেই প্রচারপত্র বিতরণের উদ্যোগের কথা জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার।
বাসস/সংবাদদাতা/আহো/১৬০০/নূসী