জয়পুরহাটে ৩৯০ হেক্টর জমিতে আউশ ধান চাষ

295

জয়পুরহাট, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলায় চলতি ২০২০-২০২১ রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ৩৯০ হেক্টর জমিতে এবার আউশ ধান চাষ করা হয়েছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চলতি রবি মৌসুমে জয়পুরহাট জেলায় ৪শ ৩৫ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রার ছিল।এর বিপরীতে ৩৯০ হেক্টর জমিতে এবার আউশ ধান চাষ হয়েছে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ১১৫ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ১১৫ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১শ হেক্টর ও কালাই ও ক্ষেতলাল উপজেলায় ৩০ হেক্টর করে জমিতে এবার আউশের চাষ হয়েছে। জেলায় সরকারের কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান চাষের জন্য কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ডিএপি ১০ কেজি ও এম ও পি সার ১০ কেজি প্রদান করা হয়েছে। এ ছাড়াও সেচ সুবিধা বাবদ প্রতি জন কৃষক পেয়েছেন ৫শ টাকা করে। জয়পুরহাট জেলায় এক হাজার কৃষক কৃষি প্রণোদনার আওতায় ১৪ লাখ ৭০ হাজার টাকা পেয়েছেন। বোরো চাষের পরে রোপা আমন ধানের চারা রোপণের জন্য অপেক্ষা করতে হয়। এ সময়ে জমিতে আউশ ধানের চারা রোপণ করে কৃষকরা অধিক ফসল ঘরে তুলতে পারেন। সেই লক্ষ্যে সরকার আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা চালু করেছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ স. ম মেফতাহুল বারি।