বাসস ক্রীড়া-১০ : পাইনের বাজি ভারত

124

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-
পাইনের বাজি ভারত
সিডনি, ১৫ জুন ২০২১ (বাসস) : আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ফেবারিট মানছেন অস্ট্রেলিয়ার অধিনাায়ক টিম পাইন। ভারত যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তবে অনায়াসে নিউজিল্যান্ডকে ফাইনালে হারাবে বলে মনে করেন তিনি। তবে সদ্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও কন্ডিশনের কারনে ফেভারিট হয়ে ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড, সেটিও বলেছেন পাইন।
এ মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম টেস্ট ড্র হলে, বার্মিংহামে ৮ উইকেটে জয় তুলে নেয় কিউইরা। ১-০ ব্যবধানে সিরিজ জয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংএ ভারতকে টপকে শীর্ষে উঠে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দু’টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে নিউজিল্যান্ডের। সেই সাথে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে আগ থেকেই পরিচিত তারা। তবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এ মাসের শুরুর দিকে ইংল্যান্ডে পা রাখে ভারত। ইতোমধ্যে নিজেদের মধ্যে বেশক’টি অনুশীলন ম্যাচও খেলেছে টিম ইন্ডিয়া।
তারপরও সবকিছু বিবেচনায় ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন পাইন। তিনি বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী হলো, ভারত যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে ফাইনালে খুব সহজেই নিউজিল্যান্ডকে হারাবে তারা। টেস্টে এখন দারুন এক দল ভারত। যেকোন মাঠে যেকোন দলকে হারাতে পারে তারা।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও কন্ডিশনের কারনে নিউজিল্যান্ডকেও এগিয়ে রাখছেন পাইন। তিনি বলেন, ‘একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত হওয়ায় বাড়তি সুবিধা পাবে নিউজিল্যান্ড। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও তাদের এগিয়ে রাখবে। পূর্ণশক্তির দল না থাকার পরও সহজেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এতে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। তবে মাঠের লড়াইয়ে ছেড়ে দিবে না ভারত।’
বাসস/এএমটি/১৭০০/স্বব