বাসস দেশ-৪০ : কুমিল্লা-৫ উপ-নির্বাচনে ২ প্রার্থীর মনোনপত্র দাখিল

92

বাসস দেশ-৪০
কুমিল্লা-মনোনপত্র
কুমিল্লা-৫ উপ-নির্বাচনে ২ প্রার্থীর মনোনপত্র দাখিল
কুমিল্লা, ১৫ জুন, ২০২১ (বাসস) : কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে আজ ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নিকট আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ১৭ জুন বাছাই করা হবে। নির্বাচনের তফসীল মোতাবেক আগামী ২৪ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ জুলাই ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়নে ১২৮টি কেন্দ্রের ৭৮৮টি ভোট কক্ষে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৯১৯ জনের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯১ হাজার ৭৪৩ জন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫০/কেজিএ