বাসস দেশ-১৬ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

79

বাসস দেশ-১৬
চবিতে-সশরীরে পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
চট্টগ্রাম, ১৫ জুন, ২০২১ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্থগিত পরীক্ষাগুলো আগে নেওয়া হবে।
মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, অসমাপ্ত বা অনলাইনে ক্লাস সম্পন্ন হওয়া সকল বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভুঁইয়া বলেন, ‘অনলাইনে পরীক্ষায় অনেক সীমাবদ্ধতা আছে। সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্লাস অনলাইনে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীর সংখ্যা যাতে বেশি না হয়, সে জন্য সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয় করে পরীক্ষার তারিখ ও রুটিন দেবেন। একদিনে সব বিভাগে পরীক্ষা নিলে শিক্ষার্থী সংখ্যার আধিক্য হবে। এক্ষেত্রে অনুষদ ভিত্তিক একদিনে যদি ছয়টি ডিপার্টমেন্ট পরীক্ষা নেয়, অন্যদিন অন্য ছয়টি ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে। এভাবে সমন্বয় করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বাসস/জিই/কেএস/১৬৩৫/কেকে