বাসস বিদেশ-৬ : ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের কোভিড প্রতিরোধে দু’টি টিকা অধিকতর কার্যকর : ইউকে কমিটি

116

বাসস বিদেশ-৬
ব্রিটেন-ভাইরাস-ভ্যাকসিন
ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের কোভিড প্রতিরোধে দু’টি টিকা অধিকতর কার্যকর : ইউকে কমিটি
লন্ডন, ১৫ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : কোভিড -১৯ ভ্যাকসিনের দুই ডোজ টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর করোনাভাইরাস প্রতিরোধে ‘অধিকতর কার্যকরের’ প্রমাণ পাওয়া গেছে। সোমবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বিজ্ঞানীরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগির চিকিৎসার ক্ষেত্রে ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন এ রোগ প্রতিরোধে ৯৬ শতাংশ কার্যকর।
পিএইচই আরো জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা ৯২ শতাংশ কার্যকর।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে ব্রিটেনের লড়াই চালিয়ে যাওয়ার মধ্যে জরিপের এমন তথ্য প্রকাশ করা হলো। বর্তমানে অধিকাংশকে করোনাভাইরাসের ডেল্টা স্ট্রেইনে সংক্রমিত হতে দেখা যাচ্ছে। করোনাভাইরাসের এ ধরন প্রথম ভারতে ছড়িয়ে পড়তে দেখা যায়। আর এ ভাইরাসের বৈশিষ্ট হলো দ্রুত ছড়িয়ে পড়া।
জনস্বাস্থ্য কমিটি গত ১২ এপ্রিল থেকে ৪ জুনের মধ্যে ইংল্যান্ডে নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত ১৪ হাজার ১৯ রোগীর ওপর এ জরিপ চালায়।
বাসস/এমএজেড/১৩১০/জেহক