বাসস দেশ-৪৬ : যাত্রাবাড়ীতে চার মাছ ব্যবসায়ীকে জরিমানা

180

বাসস দেশ-৪৬
র‌্যাব-অভিযান-জরিমানা
যাত্রাবাড়ীতে চার মাছ ব্যবসায়ীকে জরিমানা
ঢাকা, ১৪ জুন, ২০২১ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করার দায়ে চার ব্যবসায়ীকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে পিবিএল কোল্ড স্টোরেজের মালিক আল মামুন হাসানকে নগদ এক লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. শাহ আলকে এক লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. টুটুল ফরাজীকে দুই লাখ ও মাছ ব্যবসায়ী মো. ইলিয়াস বিশ্বাসকে এক লাখ টাকা করে জরিমানা করে আদায় করা হয়।
র‌্যাব অনুসন্ধান করে জানতে পারে বেশকিছু দিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।
বাসস/এএসজি/এমএমবি/২০৪৫/কেএমকে