বাসস দেশ-৪৪ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে ‘খাদ্য নিরাপত্তায় পানির ভূমিকা’ শীর্ষক সেমিনার

364

বাসস দেশ-৪৪
ময়মনসিংহ-সেমিনার
‘মুজিববর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে ‘খাদ্য নিরাপত্তায় পানির ভূমিকা’ শীর্ষক সেমিনার
ময়মনসিংহ, ১৪ জুন ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় আজ ‘খাদ্য নিরাপত্তায় পানির ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলার খাগডহর-ঢোলাদিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ক্ষুদ্র সেচ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচের সদস্য পরিচালক প্রকৌশলী মো. জিয়াউল হক।
সেমিনারে ক্ষুদ্র সেচের প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডিন (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) অধ্যাপক ড. মো. নুরুল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম উদ্দিন মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী রনি সাহা।
সেমিনারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিভিন্ন পর্যায়ের ৩০জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে দেশে ভূগর্ভস্থ পানির মাধ্যমে শতকরা ৭৩ ভাগ এবং ভূউপরিস্থ পানির মাধ্যমে ২৭ ভাগ জমিতে সেচ দেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করলে দেশে খাদ্য নিরাপত্তা খাতে আসবে অভাবনীয় সাফল্য। পানি হবে খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান উপাপদান। এক্ষেত্রে দেশের ডোবা, নালা, খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির সাথে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/এমকে