বাসস দেশ-৪৩ : ঝালকাঠিতে দু’দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

177

বাসস দেশ-৪৩
ঝালকাঠি-কৃষক প্রশিক্ষণ
ঝালকাঠিতে দু’দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ
ঝালকাঠি, ১৪ জুন ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ দু’দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সদর উপজেলার ১৩টি পারিবারিক পুষ্টি বাগানের ৩০জন কৃষককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
সদর উপজেলায় কৃষি অফিসার রিফাত সিকদার ও অতিরিক্ত কৃষি অফিসার সুলতানা আফরোজ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালায় পুষ্টি বাগানের চাষাবাদের কলাকৌশল, সারের ব্যবহার, পোকামাকর দমনে বালাই নাশক ব্যবহার ও বীজ রোপন প্রভৃতি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের ৫টি করে মালটার চারা প্রদান করা হয়েছে। এছাড়াও কর্মশালায় ১৭টি প্রদর্শনী পুষ্টি বাগানের জন্য বিনামূল্যে তিন মৌসুম-এর বীজ, সার ও নেট এবং ঝাজড়ি প্রদান করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/এমকে