বাসস দেশ-৩২ : চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

101

বাসস দেশ-৩২
ভ্রাম্যমাণ-আদালত
চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম, ১৪ জুন, ২০২১ (বাসস) : চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ের নিচে অবৈধভাবে গড়ে ওঠা ৩৭০টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, লিংক রোডের নগর অংশ, হাটহাজারী অংশ এবং সীতাকু- অংশে পৃথক তিনটি দলে ভাগ হয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের পরিচালক নুরুল্লাহ নূরী উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৫০ সদস্য। প্রতিটি টিমের সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়াররা অভিযানে অংশ নেন।
অভিযানে বায়েজিদ লিংক রোডের হাটহাজারী অংশে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ ও পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এছাড়া সীতাকু- অংশে সীতাকু-ের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
অন্যদিকে লিংক রোডের মহানগর অংশে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান। অভিযানে তারা ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, প্রায় ৩শ’ জনবল ও ৩টি স্কেভেটরের সহায়তায় বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০টি, সীতাকু- অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি। কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।
বাসস/জিই/ কেএস/১৯২০/-এমএন