মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের জেল

323

ইয়াঙ্গুন, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘনের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে সোমবার সাত বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
দেশটির এক বিচারক একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় ওঠে। একে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বিচারক ইয়ে লুইন আদালতে বলেন, ‘তারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘন করেছেন। তাই তাদের প্রত্যেককে সাত বছরের কারাদ- দেয়া হল।’